0%
0 votes, 0 avg

মোট সময়: ১৫ মিনিট

দুঃখিত! কুইজের সময় শেষ।


স্থানাংক সম্পর্ক (Space Relation)

স্থানাংক সম্পর্ক (Space Relation) কুইজ শুরু করার আগে নির্দেশাবলী সাবধানে পড়ুন।

স্থানাংক সম্পর্ক (Space Relation) কুইজে মোট ১০ টি মানসিক দক্ষতার প্রশ্ন অন্তর্ভুক্ত রয়েছে। স্থানাংক সম্পর্ক (Space Relation) অংশে বানান  Direction Detection, Distance Finding এর প্রশ্ন অন্তভুর্ক্ত রয়েছে। কুইজটি সম্পূর্ণ করার জন্য আপনি ১০ মিনিট সময় পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে কোনও প্রশ্নের উত্তর না দিলে, এটি ভুল হিসেবে চিহ্নিত হবে। পরবর্তী প্রশ্ন যেতে, "Next" বোতামে ক্লিক করুন এবং "Prev" বোতামটি ব্যবহার করে পূর্ববর্তী যেকোনো প্রশ্নে ফিরে যান। কুইজের ফলাফল দেখতে নাম এবং সঠিক ইমেল আইডি দিতে হবে। স্থানাংক সম্পর্ক (Space Relation) কুইজে উত্তীর্ণ হওয়ার জন্য আপনাকে ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে। কুইজে অংশগ্রহণের জন্য "Start" বোতামে ক্লিক করুন।

বি.দ্র. কুইজের সময় আপনার ব্রাউজার রিফ্রেশ বা Reload করবেন না।

1 / 10

In a bright sunny afternoon, you are walking towards the east. You ask one to show you the post offices. He said, “Go straight ahead, you will find an intersection. Go about a mile to the left and you will find a school to your left. The post office is exactly behind it.” What direction is the school from the point you are standing at?

2 / 10

ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন । বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল, কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?

3 / 10

রহিম উত্তর দিকে 10 মাইল হেঁটে ডানদিকে ঘুরে 5 মাইল হাঁটেন । তারপর ডানদিকে ঘুরে 2 মাইল হাঁটেন। তিনি কোনদিকে হাঁটছেন?

4 / 10

দুইজন লোক একই জায়গা থেকে যাত্রা শুরু করে বিপরীত দিকে 4 মিটার হেঁটে গেল । তারপর বাম দিকে ঘুরে আরও 3 মিটার গেল । তাদের দুইজনের মধ্যকার দূরত্ব কত ?

5 / 10

গ্রীষ্মের বিকেলে আপনি হাঁটতে বের হয়েছেন । বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন এখন আপনার মুখ কোনদিকে?

6 / 10

সাদেক সাহেব তার ব্যক্তিগত কারের মুখ উত্তরে রেখে অফিস ঢুকে পড়লেন । তার বাসা থেকে অফিস পর্যন্ত পথ অতিক্রম করতে গাড়িটি দু’বার ডানদিকে ও একবার বাম দিকে ঘুরেছে । বাসা ত্যাগ করার সময় গাড়িটি কন মুখী ছিল ?

7 / 10

A is west of B and B is north of C. D is south of A. Which direction is D of C ?

8 / 10

উত্তর অভিমুখী একটি জাহাজ যদি ডানে মোড় নিতে থাকে যতক্ষণ না পর্যন্ত সেটি দক্ষিণ-পশ্চিম অভিমুখে যেতে পারে সেটি প্রায় কত ডিগ্রি কোণ অতিক্রম করবে ?

9 / 10

মালিহা 10 কি.মি. উত্তরে যায় । তারপর সে 15 কি.মি. পূর্ব দিকে যায় এবং তারপর 10 কি.মি. উত্তরে যায় । যাত্রাস্থান মালিহা কত কি.মি. দূরত্বে আছে ?

10 / 10

A এর অবস্থান B এর পশ্চিম দিকে, B এর অবস্থান C থেকে উত্তরে এবং D এর অবস্থান A থেকে দক্ষিণে হলে, D এর অবস্থান C এর কোন দিকে হবে ?

Your score is

The average score is 0%

0%

Please rate this quiz

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + eighteen =