বিসিএস প্রস্তুতি যদি পরিকল্পিতভাবে ঠিকঠাক করা যায়, তাহলে হাজার হাজার প্রার্থীর মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা করে নিজেকে এগিয়ে রাখা সম্ভব। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে হলে বেশি বেশি এমসিকিউ সলভ করার বিকল্প কিছু নেই।

গণিতের প্রশ্নব্যাংক এইজন্য সমাধান করতে বলা হয় যাতে প্রশ্নের ধরন সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়৷ এছাড়াও প্রশ্নব্যাংক সমাধান করতে যেয়ে দেখবেন একই তথ্য থেকেই ঘুরেফিরে প্রশ্ন করছে। কিংবা একই টপিক থেকে একাধিক বছর প্রশ্ন এসেছে। সেজন্য দরকার প্রশ্ন সলভ করার সময় সেই প্রশ্ন সম্পর্কিত টপিক পড়ে ফেলা।

আর এইজন্য প্রত্যয় ম্যাথ(Prottoy Math) নিয়ে এসেছে বিসিএস গণিত প্রশ্নব্যাংক সলভের এক অভিনব উপায়। এই স্টাডি ম্যাটেরিয়ালের অথাৎ কুইজের মাধ্যমে গণিতের কোন কোন টপিকগুলোর প্রতি বিশেষ জোর দিতে হবে, কোনগুলো বাদ দিতে হবে, কোন এমসিকিউগুলো একবার পড়লেই হবে তা জানতে পারবেন।

এই স্টাডি ম্যাটেরিয়ালে প্রতিটি নোট ও গাইড এমনভাবে সাজানো হয়েছে, যাতে পরীক্ষার্থীরা বিষয়ভিত্তিক চূড়ান্ত পরীক্ষায় ভালো করার সঠিক দিকনির্দেশনা পান। বিসিএস ক্যাডার চাইলে এখনই স্টাডি ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করে পড়া শুরু করুন এবং সম্পূর্ণ করুন আপনার প্রস্তুতি!

BCS Preliminary Math Question Bank

Scroll to Top